শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন
ঘোষনা
কোরবানীর বাজার কাপাতে কুয়াকাটায় ১টন ওজনের কালু-চান্দু। চট্টগ্রামের কর্ণফুলী বড়উঠানে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত  ভালুকায়” মুক্তিযুদ্ধের চেতনায়” ভালুকা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। দুদকের উদ্যোগে পলাশবাড়ীতে আন্তঃজেলা স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত। স্বামীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন গাইবান্ধার সাদুল্লাপুরে দাদার লালসার স্বীকার ১৩ বছরের নাতনী,থানায় মামলা,অভিযুক্ত দাদা গ্রেফতার। গাইবান্ধা শহরে কিশোর বয়সের বিভিন্ন হাই স্কুল পড়ুয়া ছাত্ররা নতুন নতুন নেশায় আসক্ত হচ্ছে।  গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন। পশ্চিম নাওডোবায় আমজাদীয়া একাডেমি হাইস্কুলে শিক্ষক কতৃক ৮ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানি ও ধর্ষন চেষ্টার অভিযোগ শাহজাদপুরে ব্র্যাকের আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় সপ্নসারথি দল গঠন

রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে দুই কৃষকের বিষপান, নিহত ১ জন

মোঃ আবু তাহের
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৪০ বার পঠিত

মোঃ আবু তাহের রিপোর্টরঃ রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পাওয়ায় অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপান করেছে। এদের মধ্যে অভিনাথ মার্ডি (৩০) নামের একজন মারা যান। অপরজন নিহত অভিনাথ মার্ডির চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের কাছে তারা বিষপান করে।বিষপানে নিহত অভিনাথ মার্ডি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে ।নিহতের চাচাতো ভাই বাপ্পি মার্ডি বলেন, নিহত অভিনাথ মার্ডি ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের ড্রাইভার শাখাওয়াত হোসেনের কাছে ১২-১৪ দিন থেকে ঘুরতে থাকে। কিন্তু পানির জন্য সিরিয়াল পায়নি তিনি। এরই মাধ্যে জমির পানি শুকিয়ে ধানের জমি সাদা হয়ে গেছে। বুধবার বিকেলে পুনরায় ডিপের ড্রাইভারকে পানির জন্য বললেন। এর পরও পানি না পেয়ে গভীর নলকুপের পাশে অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করে।বাপ্পি বলেন, নলকুপের ড্রাইভার শাখাওয়াত বিষপানের কথা জানলে তাদের উদ্ধার বাড়ী নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯ টার দিকে বাড়িতেই অভিনার্থ মার্ডি মার যায় । আর রবি মার্ডিকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গভীর নলকুপের ড্রাইভার শাখাওয়াত বলেন, তাদের জমিতে পানি দেয়নি একথা সত্য নয়। দুদিন আগেই পানি দিয়েছি। এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে তারা অতিরিক্ত মদ পান খেয়ে এসেছিল বলে দাবি করেন তিনি।গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ওই গভীর নলকুপের অধিনে ১৭০ জন কৃষকের ২৬৫ বিঘা জমি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পানি দিতে হয়। খরা মৌসুমে সিরিয়াল পেতে দেরি হয়। দুইদিন আগে তাদের জমিতে পানি দেয়া হয়েছে। খরার কারণে পানি শুকিয়ে গেছে। বুধবার বিকেলে গিয়ে তারা আবার জমিতে পানি চায়।ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে বিষপানের কথা বলা হলেও আদও তারা বিষপান করেছে না অন্য কোন কারণে অসুস্থ্য হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে অভিনাথ মার্ডির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991