গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গাঙ্গোবাড়ী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২টার দিকে ফরিদপুর চৈতি ফিলিং স্টেশনের দক্ষিণে ৩০০ গজ দূরত্বে একদল ব্যক্তি বেআইনি জনতা হিসেবে দলবদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে হামলা চালায়। তারা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের ওপর চড়াও হয় এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে। এতে কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।
হামলার ঘটনায় মোঃ আব্দুর রহিম (৫৮) বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৪:১০ মিনিটে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোঃ আকবর আলী (৩৭), পিতা: মোঃ নৈয়র আলী (৬৫) সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
আকবর আলী চর অনুপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তার নামে গোদাগাড়ী থানায় বৈষম্য ছাত্র আন্দোলনের মামলা রয়েছে আকবর আলীর নামে মামলা নং ৭/৬০৫
গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।