নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৮ ফেব্রুয়ারি ২০২৫: ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তুষার (১৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫।
ঘটনাটি ঘটে ১৯ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরমোংলা এলাকায় হেলিপ্যাড মাঠসংলগ্ন একটি জঙ্গলে। অভিযোগ অনুযায়ী, তুষার শিশুটিকে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেয়।
ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে সব জানালে তারা তাৎক্ষণিকভাবে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র্যাব-৫ অভিযানে নেমে গোপালপুরের একটি মিষ্টির দোকানের সামনে থেকে তুষারকে আটক করে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ অভিযুক্ত যুবককে আদালতে তোলা হবে।
এ ঘটনায় গোদাগাড়ীসহ আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।