ক্রাইম রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ীতে দেওপাড়া ইউনিয়নের সাড়োইলে এক মর্মান্তিক অটো এবং ড্রাম ট্রাকের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। আজ সকাল ৯ঃ২০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে এ দুর্ঘটনায় সাড়োইল গ্রামের রুমেলের স্ত্রী গর্ভবতী বিলকিস (২০)আহত হয় অটোই থাকা আরোহী।পর্তাক্ষদর্ষিদের মাধ্যমে জানা যায় বিলকিস চেক আপের জন্যে অটো করে রাজশাহী মেডিকেল যাচ্ছিল পিছন থেকে ড্রাম ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে বলে যানা যায়। এই দুর্ঘটনায় ১জন আহত ব্যাতিত আর কেউ হতাহতের খবর পাওয়া যাইনি। স্থানীয় লোকজনের কাছ থেকে যানা যায় যে, যেভাবে ড্রাম ট্রাক অটোর পিছন থেকে ধক্কা মেরেছিল গাছ না থাকলে অটোগাড়ী সহ সকল যাত্রী পুকুরে পড়ে যেতো এবং আরও বেশি ক্ষতি হতো। ড্রামট্রাকের ধাক্কায় অটোগাড়ীর সামনে দিকের গ্লাস সহ সব ভেঙ্গে গেছে। এই দুর্ঘটনায় একজন ব্যাতিত ড্রাইভার সহ সকল যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাই পর্তাক্ষদর্ষিরা।