নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শহিদুল ইসলাম (৩৫)। সে উপজেলার চর বয়ারমারী গ্রামের মৃত ইলিয়াস আলী মন্ডলের ছেলে।
বুধবার (৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মঙ্গলবার দুপুরে (৩ অক্টোবর) গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী মহাসড়কের গোল চত্তরের অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
শহিদুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।