মারুফ আহমেদ রাজশাহীঃ আজ ১৬-০৩-২০২২ তারিখ দুপুর অনুমান ১.৩০ টার সময় চারঘাট থানার একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর ইউনিয়নের জোতরঘুপুর এলাকায় একটি ভেজাল খেজুরের গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০০ কেজি ভেজাল খেজুরের গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী ( চুন, হাইড্রোজ, ফিটকিরি ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান) জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে চারঘাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে ।