পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় সিএনজির যাত্রি ১০ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে সুমনুজ্জামান (৩৭) ও চারঘাট উপজেলার রাসেদুল ইসলাম (৩০)। এছাড়াও লেগুনার যাত্রী ভোদা (৫৫), রাসেল (২১), জিল্লুর রহমান (২২), সাগর আলী (২২), রনি (২৭), মঞ্জুরা বেগম (৬০), পিঞ্জিরা (৩০), তুফান (৮) ফেরদৌসী (৪৫) ও আব্দুল্লাহ (১৫) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকার-রাজশাহী মহসড়কের পুঠিয়া ফায়ারসার্ভিস সংলগ্ন ঘোষপুকুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাগেছে, নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট ২২-৯০৩৯) ও পুঠিয়া থেকে নাটোরগামী যাত্রী বোঝাই লেগুনার সাথে উপজেলার ঢাকার-রাজশাহী মহসড়কের পুঠিয়া ফায়ারসার্ভিস সংলগ্ন ঘোষপুকুর নামক স্থানে পৌছানো মাত্রই মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় যাত্রী বোঝাই লেগুনাটি দুমড়েমুসড়ে সড়কের পার্শ্বে পড়ে। এতে লেগুনার যাত্রী সুমনুজ্জামান ঘটনাস্থলে নিহত হন।