বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় চার মাসের শিশু বাচ্চা রেখে মায়ের আত্মহত্যা । ঘটনাটি ঘটেছে আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৭ টায় আড়ানী নুরনগর গ্রামের ডেকোরেটর ও ডিস (ক্যাবল) ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০) এর ২য় স্ত্রী পাপিয়া বেগম ( ২৯) আত্মহত্যা করেছে বলে জানাযায়।
স্থানীয় সূত্রে জানাযায়, আড়ানী নুরনগর গ্রামে মৃত ওবায়দুল রহমানের ছেলে নজরুল ইসলাম (৫০) একই এলাকার সুজার স্ত্রী দুই সন্তানের মা পাপিয়া বেগম (২৯) কে ২য় বিয়ে (প্রেমের সম্পর্কে পালিয়ে ) করেন। পাপিয়া থাকতেন ভাড়া বাসায়। নজরুল পাপিয়া দম্পতির একটি ৪ মাসের মেয়ে সন্তান রয়েছে। এছাড়াও নজরুল এর আগের স্ত্রীর তিন সন্তান ও পাপিয়ার আগের স্বামীর দুই মেয়ে রয়েছে।
পারিবারিক কোলহের জেরে শিশু সন্তানকে পাশের বাড়িতে রেখে নিজ ভাড়া বাড়ির রান্না ঘরের চালার বাঁশে উরনা পেচিয়ে সকাল আনুমানিক ৭টায় আত্মহত্যা করেন পাপিয়া। ঘটনা জানাজানি হলে, এলাকাবাসী বাঘা থানায় খবর দেন এবং পুলিশ ঘটনার স্থান থেকে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পাপিয়ার লাশ উদ্ধার করে বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন সাজু জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।