শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

রাজশাহীর মহানগরীতে চাঁদার জন্য বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৫ বার পঠিত

 

মোঃ রাজন ইসলাম রাজশাহীঃ  রাজশাহী নগরীতে চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাসাবাড়ির কাজ বন্ধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বুধবার (৩ জুলাই) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মাসুদ রানা সরকার। তিনি নগরীর রেলগেট গোরহাঙ্গা এলাকার মৃত জসিম উদ্দীন সরকারের ছেলে।

সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন, আমাদের পৈত্রিক জায়গায় বাসার কাজ করার সময় স্থানীয় রাজু খান, রাজা খান ও তাজুল ইসলাম বাধা প্রদান করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিস্ত্রী ও শ্রমিকের সাথে মারমুখী আচরণ এবং আমাদের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চাঁদা না দিলে কোনরকম কাজ করতে দেয়া হবে না বলে তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় মঙ্গলবার (২ জুলাই) আমি বোয়ালিয়া মডেল থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান মাসুদ রানা সরকার।

সংবাদ সম্মেলনে আফরোজা বেগম, সাইফুল ইসলাম, নার্গিস মাসুদ, কবির উদ্দিন সরকার নিপুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল হুমায়ুন কবির বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991