মোঃ আবু তাহের জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন সহ ২ জনকে আটক করেছে । মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ জুয়েল ইসলাম (২৬), পিতা- মোঃ আনিছ মন্ডল, মাতা- মোছাঃ শিরিনা বিবি, সাং- ধোপাঘাটা মধ্যপাড়া, ২। মোঃ রতন (৪৫), পিতা- মৃত হযরত আলী, সাং- ধোপাঘাটা বাজার, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীদ্বয়কে ইং-১১/০৬/২০২২ তারিখ বেলা ১৪.৩০ ঘটিকায় মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুরিয়া গ্রামস্থ কলাবাগান ডাঙ্গি পাকুরিয়া হইতে মতিহার বরইতলী হয়ে ধোরসাগামী পাকা রাস্তার উপর ধোরসা মসজিদতলা ব্রিজের উত্তর পার্শ্বে পাইকড় গাছ তলায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে ১নং ধৃত আসামীর হেফাজত হইতে ১০ (দশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।