মোঃ আবু তাহের জেলা প্রতিনিধিঃ
রাজশাহী কর্তৃক ২৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী গ্রেফতার ।পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার, এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ আব্দুল গাফ্ফার (২৯), পিতা মোঃ আজিবার, সাং-উত্তর মেরামতপুর (দিড়িপাড়া), থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে ইং-১৪/০৫/২০২২ তারিখ রাত্রী ২০.১৫ ঘটিকায় চারঘাট থানাধীন মিয়াপুর গ্রামস্থ জনৈক টুলু প্রফেসর (৫৫), পিতা মৃত আবু সায়েদ এর আম বাগানের পূর্ব পার্শ্বস্থ মিয়াপুর পূর্বপাড়া হতে পরানপুরগামী পাকা রাস্তার মোড়ে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল (যাহার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।