রাজশাহী গোদাগাড়ীতে কোটি কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী আটক।RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ১২ মার্চ ২০২৩ তারিখ রাত ০১.০০ ঘটিকায় রাজশাহী জেলার গোাদাগাড়ী থানাধীন সারাংপুর গ্রামে অপারেশন পরিচালনা করে । উক্ত অভিযানে,হেরোইন-০৬ কেজি ৭০০ গ্রাম, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি, নগদ- ১,৩০,৫০০/-টাকা উদ্ধার করে এবং আসামী মোঃ আশিক (২৪), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সারাংপুর জামাতের মোড়, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করেন।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উল্লেখ্য, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ আশিক এবং তার পিতা মোঃ সাইফুল ইসলাম (পলাতক আসামী) সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। এই চক্রটির সদস্যরা এলাকায় কৃষিকাজ, ট্রলি চালানোসহ বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে হেরোইন চোরাচালান করে থাকে।