নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ১৮ ই ফেব্রুয়ারি (রোববার ) রাজশাহীর গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রাম হতে ভোর সাড়ে ৫ টার দিকে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ) মো: রফিকুল আলম।
গ্রেফতারকৃত মো: ইয়ামিন (৩৫) ২। মো: আরাফাত হোসেন রিয়াদ (২১) ও ৩। মো: ফিরোজ (২২)। ইয়ামিন রাজশাহী গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামের মো: আরশেদ আলীর ছেলে। আরাফাত হোসেন রিয়াদ উপজেলার হরিশংকরপুর গ্রামের মো: আসাদুল ইসলামের ছেলে এবং মো: ফিরোজ পিরোজপুর গ্রামের মো: আব্দুল হাকিমের পুত্র।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলার ডিবি’র এসআই আব্দুল করিম ও এসআই নাছিম উদ্দিনসহ ডিবি পুলিশের একটি টিম গত ১৭ই ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী চর-আষাড়িয়াদহ নওশেরা মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
এসময় সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামে ইয়ামিন এর বসতবাড়ির পূর্ব দিকে কয়েকজন মাদককারবারি মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল করিম ও এসআই নাছিম উদ্দিন ও ডিবি পুলিশের ওই টিম ১৮ ই ফেব্রুয়ারি ভোরে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ তিনি জনকে আটক। এসময় কৌশলে পালিয়ে যায় আষাড়িয়াদহ পানিপার গ্রামের বাবলুর ছেলে সাফিউল ইসলাম। হেরোইন উদ্ধারের এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা দায়ের করা হয়েছে।