মারুফ আহমেদ রাজশাহীঃ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চারঘাট থানার একটি পুলিশ টিম গত ২১-০৩-২০২২ তারিখ রাত অনুমান ১১.০০ টার দিকে ৩০ মণ ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণসামগ্রীসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১) মোঃ আলী হোসেন(৪০), পিতা মৃত আবু বক্কার, সাং-গোপালপুর(সরদারপাড়া) , থানা- চারঘাট, জেলা- রাজশাহী। ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নিয়োজিত থাকা অবস্থায় ২১/০৩/২০২২ তারিখ ১০.৩০ ঘটিকার সময় ফরিদপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার পুলিশ টিম জানতে পারে যে, চারঘাট থানাধীন ভায়ালক্ষীপুর ইউনিয়নের ধৃত আসামী মোঃ আলী হোসেন(৪০), পিতা মৃত আবু বক্কার, সাং-গোপালপুর(সরদারপাড়া) , থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর নিজ বসত বাড়ীতে চিনির সাথে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এরপর উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোঃ আলী হাসানের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
জব্দকৃত আলামতের বিবরণ ঃ
১। ভেজাল গুড়ের ৮০ (আশি)টি পাটারী। মোট ওজন ১২০০ কেজি ।
২। গুড় তৈরীর কাঠের ফ্রেম ৫টি।
৩। তিনটি প্লাস্টিকের ছেড়া চিনির বস্তা।
৪। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত হাইড্রোজ।
৫। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ফিটকিরি।
৬। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ডালডা।
৭। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত পাথরের চুন।
৮। একটি স্বচ্ছ পলিথিনের মধ্যে রক্ষিত চিনি।
উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য-৭৮,৯৫০/-(আটাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা।