রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
রাজশাহীতে চুরির অপবাদ দিয়ে নাটকীয় মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় নিহত শিশুদের মাকে গ্রেফতার করেছে পুলিশ। এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের আয়োজনে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত নাটোরে নিজ কক্ষ হতে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার। তজুমদ্দিনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত । অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার শাহজাদপুরে সফর করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রস্তুতি কমিটির নেতারা শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি মুহাম্মদ রুহুল আমিন সিরাজগঞ্জে সিসা তৈরির কারখানায় ডাকাতির রহস্য উৎঘাটন ৫ ডাকাত গ্রেফতার

রাজশাহী ছাড়ার আগ মুহুর্তেও ৬ জনের নিয়োগ দিলেন ডিসি আবদুল জলিল

মোঃ সুজন আহাম্মেদ ক্রাইম রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

 

 

রাজশাহী ছাড়ার আগে ৬ কর্মচারীর নিয়োগ সম্পন্ন করলেন জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল। তড়িঘড়ি করে সম্প্রতি ডিসি কার্যালয়ের একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। ডিসি আবদুল জলিলের বদলির আদেশ হওয়ার পর অস্বাভাবিক গতিতে এই প্রক্রিয়া শেষ করে চতুর্থ শ্রেণির ৬ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। ডিসির কার্যালয়ে কর্মরত কর্মচারীদের আত্মীয়-স্বজনেরাই এসব চাকরি পেয়ে গতকাল রোববার যোগদান করেছেন।
তিনি রাজশাহীতে দুই বছরের বেশি সময় থেকে তাঁর কার্যালয়ে মোট ১২২ জনকে নিয়োগ দিয়েছেন। তাঁর বদলির আদেশের পর শেষ ধাপে যে ৬ জন নিয়োগ পেয়েছেন তারা হলেন অফিস সহায়ক পদে রিপন হোসেন, ফাইম আহম্মেদ, আবদুর রোহান ও আলী আহাম্মেদ; নিরাপত্তা প্রহরী পদে মো. শাহ আলম এবং পরিচ্ছন্নতাকর্মী পদে অজয় কুমার।

খোঁজ নিয়ে জানা গেছে, চাকরি পাওয়া রিপন হোসেনের ডাকনাম শামীম। তিনি ডিসি আবদুল জলিলের সহধর্মিণীর গাড়িচালক ছিলেন। ফাইম ডিসির বাংলোর নাজির নূর আহমেদ টিপুর ভাতিজা। আলী আহাম্মেদ ডিসির কার্যালয়ের ভি.পি শাখার অফিস সহকারী মো. মনজুরের ভাতিজা। আর অজয় কুমার ডিসির কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী শম্ভু নাথের ছেলে। চাকরি পাওয়া শাহ আলম ও আবদুর রোহানের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এ তিনটি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি। এরপর গত ১২ মার্চ ডিসি আবদুল জলিলের বদলির আদেশ হয়। তাঁর জায়গায় নাটোরের ডিসি শামীম আহম্মেদকে পদায়ন করা হয়। এই বদলির আদেশ হওয়ার পরে নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে তড়িঘড়ি শুরু হয়। আবেদনের সময় শেষ হওয়ার পরে মাত্র ৮দিনেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়।
নিয়োগটা দিয়েই রাজশাহী ছাড়তে চান বদলির আদেশ পাওয়া ডিসিনিয়োগটা দিয়েই রাজশাহী ছাড়তে চান বদলির আদেশ পাওয়া ডিসি আব্দুল জলিল।

এদিকে বদলির আদেশ হওয়ার পরও ডিসি আবদুল জলিল নিয়োগ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। দাপ্তরিক দায়িত্ব পালন করেন রোববার (২ এপ্রিল) পর্যন্ত। এদিনই যোগদান করেন নতুন নিয়োগ পাওয়া ৬ কর্মচারী। ৩ এপ্রিল সোমবার ডিসি আবদুল জলিল অফিস করেননি। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) তাঁর রাজশাহী থেকে চলে যাওয়ার কথা আছে।

ডিসির কার্যালয় থেকে জানা গেছে, ৪ জন অফিস সহায়ক এবং একজন করে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ৪ জন অফিস সহায়কের পদের বিপরীতে আবেদন করেছিলেন ৬৫১ জন। এছাড়া একজন নিরাপত্তা প্রহরীর জন্য ৪৫ জন ও একজন পরিচ্ছন্নতাকর্মীর পদের জন্য ১৭ জন আবেদন করেন। এদের মধ্যে অফিস সহায়ক পদের ৫২১ জন, নিরাপত্তা প্রহরীর ৩৪ জন এবং পরিচ্ছন্নতাকর্মীর ১৪ জন পরীক্ষায় বসেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাক পান অফিস সহায়ক পদের মাত্র ২০ জন এবং অন্য দুই পদের প্রতিটিতে ৫ জন করে। মৌখিক পরীক্ষা গ্রহণের পর তিন পদে ৬ জনকে এসএ শাখায় নিয়োগ দেওয়া হয়।
তিন পদে মোট ৬ জন লোকবল নিয়োগের আবেদনের শেষ তারিখ ছিল গত ১৬ মার্চ। এরপর ১৭ ও ১৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ার কারণে ছুটি ছিল। পরদিন ১৯ মার্চ অর্থাৎ আবেদনের তারিখ শেষ হওয়ার ঠিক পরের কার্যদিবসেই চাকরিপ্রার্থীদের কাছে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়। এতে পরীক্ষার তারিখ উল্লেখ করা হয় ২৪ মার্চ। সেদিন লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়। ডিসির বিদায় বেলায় তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। ডিসি আবদুল জলিল যেদিন শেষ অফিস করেন, সেদিনই নতুন নিয়োগপ্রাপ্তরা যোগ দেন। অভিযোগ উঠেছে, এই নিয়োগে মেধার মূল্যায়ন হয়নি। ডিসির বিদায় বেলায় অনিয়ম করে তাঁর কার্যালয়ের কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়া হয়েছে।

দুর্নীতির ক্ষেত্রে ডিসি-এসি বিষয় নয়:- দুদক চেয়ারম্যানদুর্নীতির ক্ষেত্রে ডিসি-এসি বিষয় নয়: দুদক চেয়ারম্যান
জানতে চাইলে এ অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নিয়োগ কমিটির সমন্বয়ক মুহাম্মদ শরিফুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিদায়ী জেলা প্রশাসক রাজশাহীর জন্য অনেক কিছু করেছেন। তিনি স্বচ্ছভাবেই সব নিয়োগ প্রক্রিয়া শেষ করেছেন। শেষধাপে নিয়োগপ্রাপ্তরা কর্মচারীদের আত্মীয়-স্বজন এবং ডিসির সহধর্মিণীর গাড়িচালক, এ নিয়ে জানতে চাইলে শরিফুল হক বলেন, কে কার আত্মীয় সেটা আমি জানি না।

এই নিয়োগ নিয়ে বিদায়ী ডিসি আবদুল জলিলের সঙ্গে কথা বলা যায়নি। তবে সম্প্রতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তড়িঘড়ি এবং বদলির আদেশের পরও নিয়োগ কমিটির আহ্বায়ক হওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন, নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশ করা হয়েছিল। আমার পরে যে ডিসি আসবেন, তাঁকে পেইন দিতে চাই না। তাই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991