স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার, এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত মসলেম উদ্দিন, মাতা-রাফিয়া বেওয়া, সাং-তানোর মধ্যপাড়া, ২। মোঃ মেহেদী হাসান সাগর (৩০), পিতা-মোঃ আজাদ মন্ডল, মাতা- মোসাঃ মরিয়ম বেগম সাং-তানোর গাইনপাড়া, উভয় থানা- তানোর, জেলা- রাজশাহীদ্বয়কে ইং-১০/০৬/২০২২ তারিখ ১৫.৩০ ঘটিকায় তানোর পৌরসভাধীন ৫নং ওয়ার্ড তানোর ঠাকুরপুকুর মধ্যেপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রওশন আলী মাস্টার এর ভাড়াটিয়া ধৃত ১নং আসামী মোঃ আকরাম হোসেন(৫০), এর ভাড়া বাড়ির মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীদের হেফাজত হইতে ১০ (দশ) গ্রাম হেরোইন ও (৫০+৫০)=১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে তানোর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।