রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে  ১৫০ পিচ ইয়াবা-সহ নারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:গত মঙ্গলবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রাম হতে এক মাদককারবারিকে ১৫০ পিচ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে রাত ৯:০৫ টায় সময়।

 

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোসাঃ সুইটি বেগম (৩৪)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মোঃ ওসমান গণির স্ত্রী।

 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে রাত ৮:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

 

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রামস্থ অভিযুক্ত মোসাঃ সুইটি বেগম তার নিজ বাড়ির মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলো। উল্লেখ্য, অভিযুক্ত মোসাঃ সুইটি বেগম একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ০৯ টি মামলা রুজু হয়েছে।

 

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত ৮:৫৫ টায় অভিযান পরিচালনা করে।

 

এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ৯:০৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোসাঃ সুইটি বেগমের নিকট হতে একটি সাদা পলিথিনে মোড়ানো লালচে রঙের ১৫০ পিচ ইয়াবা-সহ তাকে গ্রেফতার করে।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোসাঃ সুইটি বেগমের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991