মোঃ আবু তাহের সহ: বার্ত সম্পাদক: রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর (আন্ধারীপাড়া) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৫ টি মাদক মামলার আসামী আশা খাতুনকে মাদকদ্রব্য ইয়াবা হেরোইনসহ আটক করেন।
১৮ আগষ্ট ২৩ ইং তারিখ সময়
২৩.৫০ ঘটিকায়।
পুলিশ সুপার, রাজশাহী মোঃ সাইফুর রহমান (পিপিএম) দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) মোঃ মাহাবুব আলমসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর (আন্ধারীপাড়া) গ্রাম এলাকা হতে ০৫ টি মাদক মামলার আসামী ১। মোসাঃ আশা খাতুন, স্বামী-মোঃ লালন সাং-মোক্তারপুর (আন্ধারীপাড়া) থানা-চারঘাট জেলা- রাজশাহীকে মাদকদ্রব্য ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ রাজশাহী জেলা ডিবি টিম আটক
করে এবং তার সহযোগী ১৪ টি মাদক মামলার আসামী ২। মোঃ কাবিল হোসেন (৪১) পিতা-মৃতঃ ইয়াদুল্লা ইদুল্লা ও ৩। মোসাঃ শিখা খাতুন (৩০) পিতা- মৃতঃ সালাম উভয় সাং-মোক্তারপুর (আন্ধারীপাড়া) থানা-চারঘাট জেলা-রাজশাহীদ্বয় ঘটনাস্হল হতে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
এই সময় ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে চারঘাট থানার মামলা নং-১৯ তারিখ-১৯/০৮/২০২৩ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮(খ)/১০(ক)/৪১ রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।