নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাটের বনকিশোর বাজারে অভিযান চালিয়ে গতকাল রাতে ২ টি দেশিয় ওয়ান শুটারগান, ৫০০ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও একটি এপাসি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় এ অভিযান সংক্রান্ত এক প্রেস বিফিং করেন রাজশাহী পুলিশক সুপার মোঃ সাইফুর রহমান।
গ্রেফতারকৃত অভিযুক্ত রাজশাহী গজলার চারঘাট থানার ঝিকরা গ্রামের মোঃ নকিম উদ্দিনের ছেলে মোঃ সেলিম আলী।
এ সময় পুলিশ সুপার মো: সাইফুর রহমান জানান, গতকাল রাত ১১ টা ৩০ মিনিটে চারঘাট থানার বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো: সেলিম আলী পলায়নকালে গতকাল দিবাগত রাতের ১২ টা ৩০ মিনিটে তার দেহ তল্লাশি করে দুটি অ্যামুনেশন দুটি দেশিয় ওয়ান শুটার গান,বাদামি রঙয়ের ৫০০ গ্রাম হিরোইন, ৫২ বোতল ফেনসিডিল, অস্ত্র ও মাদক ব্যবহারের কাজে ব্যবহৃত Appache RTR-160 CC মডেলের একটি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের নামে চারঘাট থানায় অস্ত্র ও মাদক ব্যবসার অপরাধে দুটি পৃথক পৃথক মামলা করা হয়েছে।
এছাড়াও প্রেস ব্রিফিং শেষে বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোট ২১ টি উদ্ধারকৃত মোবাইল ফোন তাদের মালিকদের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার।