বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন
ঘোষনা
চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়লেন আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে’ নুরুন্নবী চৌধুরী শাওন রাজশাহী নগরীর রেলগেটে ককটেল বিস্ফোরণ; এক আহত, হাতেনাতে তিন আটক এমপি শাওনের সাথে মাতৃজগত পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় এমপি শাওনের সাথে মাতৃজগত পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহের মহেশপুরে পলিথিন মোড়ানো নবজাতকের ভ্রুণ উদ্ধার লক্ষ্মীপুরে বসত ঘরে পেট্রোল ঢেলে আগুনে স্ত্রী সন্তানসহ ১ নিহত শহিদ জিয়াবুল এর ৩৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নতুন একটি বিজ্ঞাপনে অংশ নিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন পাচার মিষ্টি কুমড়ার মধ্যে ১ আটক

রাজশাহী ডিসি অফিসে ৮০ লাখ টাকা আত্মসাত,নাজিরের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ডিসি অফিসের নাজিরের ৮০ লাখ টাকা আত্মসাত, দুদকের মামলা। রাজশাহী ডিসি অফিসের নাজির চালান টেম্পারিংয়ের মাধ্যমে সরকারি রাজস্বের প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কাম ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে দুদক মামলা করেছে। রবিবার (৩০ জুলাই) সকালের দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী জেলার সহকারী পরিচালক আমির হোসাইন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

নাজির কাজেম আলী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা । তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পবা উপজেলার ভূমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার ও বর্তমান রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাজেম আলী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিজে লাভবান হওয়ার জন্য অর্পিত ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাজস্ব বাবদ ডিসিআর এর মাধ্যমে আদায়কৃত অর্থের চালান টেম্পারিং করে টাকার অংক বিকৃত করে পরিবর্তনের মাধ্যমে ৭০,০০,০০০ টাকা কম জমা করেন।

ডিসিআর এর মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা না করে জাল চালান সৃজন করে খাঁটি হিসেব ব্যবহার করে ৯,২৬,২৮১ টাকাসহ সরকারের সর্বমোট ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাত করেছেন। মামলার ধারা দন্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭A ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় একটি মামলা (এজাহার) দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজশাহীতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আসামী কাজেম আলী গত ২০১০ সালের ২৬ জুলাই হতে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পবা উপজেলা ভূমি অফিসে নাজির কাম ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি নাজির কাম ক্যাশিয়ার পদে কর্মরত থাকাকালীন ডিসিআর মূলে রাজস্ব খাতের টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদানের দায়িত্বে ছিলেন।

তিনি নাজির কাম ক্যাশিয়ারের দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিজে লাভবান হওয়ার জন্য অর্পিত ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাজস্ব বাবদ ডিসিআর এর মাধ্যমে আদায়কৃত অর্থের চালান টেম্পারিং করে কম জমা প্রদানের মাধ্যমে মোট ৭৯,২৬,২৮১/- টাকা আত্মসাত করার বিষয়ে তার কর্মকালীন সময়ের উপরে বিশেষ নিরীক্ষা পরিচালনা হয়। নিরিক্ষায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়।

আসামি কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসে নাজির কাম ক্যাশিয়ার পদে কর্মরত থাকাকালে সরকারি রাজস্ব আদায় বাবদ ডিসিআর মূলে সর্বমোট ৮৯,৬৪,৯৩১ টাকা আদায় করেন। আদায়কৃত টাকার মধ্যে তিনি সর্বমোট ১০,৩৮,৬৫০ টাকা সংশ্লিষ্ট সরকারি খাতে জমা প্রদান করেছেন। অবশিষ্ট ৭৯,২৬,২৮১ টাকা সংশ্লিষ্ট খাতে জমা প্রদান না করে আত্মসাত করেছেন বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991