দুর্গাপুর প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন (নবী)
রাজশাহী জেলার দুর্গাপুর থানার অন্তর্গত মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী গ্রামে গত (১৪ মে) বুধবার বিকালে জমিজমার ভাগবন্টনকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাসিবুর (২৫) নামের এক যুবক নিহত হয়। এ সময় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকা জনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষে আহতরা হলেন, দলিম উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী (৫৫), সুনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫২), আব্দুস সালাম (৫৭) ও আলাউদ্দিন (৪৫), একই গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজেরা বেগম (৫৫), সিরাজ উদ্দিনের ছেলে নাজমুল হক (৫৫), মোজাফফর হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৩), ও কামরুলের ছেলে শাহিন (২৩), আহত সকলেই হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গেছে, জমিজমার ভাগবন্টনকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে মারামারিতে রুপ নিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকা জনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হাসিবুর (২৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করেছেন।
এ দিকে, একই ঘটনাকে কেন্দ্র করে (১৫ মে) বৃহস্পতিবার সকালে হান্নান গ্রুপ ও রেজাউল গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষের রুপ নেয়। এ সময় স্থানীয় সার ও কীটনাশকের দোকানঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, উক্ত মারামারির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।