মারুফ আহমেদ রাজশাহীঃ রাজশাহী নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকায় একটি পারটেক্স বোর্ড ও ফোমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে শ্রমিকরা ওয়েল্ডিং এর কাজ করার সময় শহিদুল ইসলাম বাচ্চুর মাস্টার হার্ডওয়্যারের গোডাউনে আগুন ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় পৌনে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওয়েল্ডিং এর কাজে জড়িত শরিফ নামের এক শ্রমিক জানান, সকাল থেকে ৫ জন শ্রমিক গোডাউনে ওয়েল্ডিং এর কাজ করছিলেন। সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ আগুন ধরে গেলে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, গোডাউনে ফোম ও আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। এছাড়া আবাসিক এলাকা হওয়ায় ঘটনাস্থলে পানি পৌঁছাতে অনেক সময় লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।