নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রোববার টেলিমেডিসিন সেবা চালু করেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রশিদুল হাসান ও সাজিদ হোসেন এবং হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর নজরুল ইসলাম এবং ভারতের পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক ডাক্তার অমিত পাতিল।
আবু কালাম সিদ্দিক জানান, পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা নানা কারণে ভারতে চিকিৎসার জন্য যেতে পারেননি।