মারুফ আহমেদ রাজশাহীঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেছেন, দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাবি। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করে চলেছে। আমরা এই বিশ্ববিদ্যালয়কে রোল-মডেলে পরিণত করতে চাই যাতে এখান থেকে বিশ্বমানের সুনাগরিক তৈরি হয়। আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দিনের কর্মসূচির শুরুতে আজ বুধবার (৬ জুলাই) সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে- সাথে পতাকা উত্তোলন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রো ভিসি প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া এবং প্রাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। তারপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে ভিসি প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।
এসময় সেখানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডেসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভিসি সাবাস বাংলাদেশ চত্বরে একটি গাছের চারাও রোপণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রো ভিসি প্রফেসর মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে।বেলা ১১টায় শহীদ শহীদ উদ্দিন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এতে বিশেষ অতিথি ছিলেন প্রো ভিসি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক। এছাড়া আলোচক হিসেবে ছিলেন গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সুব্রত মজুমদার ও বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম।