রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপী নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিন সোমবার সি ইউনিটের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে ৭২ হাজার ৪’শ১০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। সকাল ৯টায় এমসিকিউ পদ্বাতির পরীক্ষা শুরু হয়ে ৪ ধাপে ঘন্টাব্যাপী এ পরীক্ষা চলবে বিকাল সাড়ে চারটা পযর্ন্ত। ১৫ স্তরের নিরাপত্তায় প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে সামিল হয়েছেন ৩৮ জন। পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ মোবাইল ক্যালকুলেটরসহ যে কোন ধরনের ইলেকট্রিক ডিভাইস। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে প্রবেশ করতে হচ্ছে কেন্দ্রে। এ বছর মোট ৪ হাজার ৬’শ ৪১টি আসনের বিপরীতে জমা পড়ে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চুড়ান্ত আবেদন। এদিকে এ পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহীতে তৈরী হয়েছে আবাসন সংকট। যানজটেও ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন, আগামীতে এ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরগুলোতে বিকেন্দ্রিকরণ করলে ভোগান্তি কমবে।