মোঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টার: রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক সেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আবু সুফিয়ান রাজশাহী ভলেনটিয়ার সেচ্ছাসবী সংগঠনের পক্ষ থেকে এক অসহায় পরিবারের হাতে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। অসহায় পরিবারটি হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বোগলাউড়ী লক্ষীপুর গ্রামের মোঃ টিপু আলী পিতা মৃত্যু ভগু। ঢাকায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ঢাকা সাভার মহাসড়কে দুর্ঘটায় ডান পা হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়ে। এমতাবস্থায় চিকিৎসার ব্যায়ভার চালানো অসম্ভব হয়ে পড়েছে, এ সময় রাজশাহী মেডিল্যাব ডায়াগনষ্টিক সেন্টার ও গ্রীন সিটি হাসপাতাল এর পরিচালক এবং রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক সেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আবু সুফিয়ান দুর্ঘটনার খবর পেয়ে অসহায় পরিবারের বাড়ি গিয়ে তাদের কথা শুনে রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকার অর্থ তাদের হাতে তুলে দেন। তিনি বলেন সমাজের অসহায় মানুষের পাসে দাঁড়াতে চাই এটা আমার প্রত্যাশা।