ক্রাইম রিপোর্টারঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আউট সোর্সিং এ জনবল নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মচারী কে (যারা দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত) কথা দিয়ে আসলেও এখন তিনি রাখতে পারেননি তার কথা।
দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন সুবিধা বঞ্চিত কর্মচারীদের বলে আসছেন যারা দীর্ঘদিন যাবৎ হাসপাতালের বিভিন্ন ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হবে। কিন্তু ঘটেছে তার ব্যতিক্রম!
সদ্য নিয়োগপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুক্তার হোসেন ও অত্র হাসপাতালে হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনকে দেওয়া হয় আউটসোর্সিং এর নিয়োগ যোগ্য কর্মচারীর তালিকা প্রণয়নের কাজ।
অভিযোগ উঠেছে যারা দীর্ঘদিন যাবৎ হাসপাতলে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে যাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে নতুন মুখ দের তালিকা করেছে তালিকা প্রণেতারা। অথচ হাসপাতালের পরিচালক পুরাতন সব কর্মচারীদের কথা দিয়েছিলেন আউটসোর্সিং- এ নিয়োগ হলে সবার আগে পুরাতন’রা অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ পাবে।
এ নিয়ে হাসপাতালে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে দীর্ঘদিন ধরে কর্মরত কয়েকজন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মচারী বলেন, আমরা চাহিদা মতো টাকা দিতে না পারার কারণে আমাদেরকে তালিকায় রাখা হয় নাই।
তারা আরো বলেন হাসপাতালের পরিচালক কথা দিয়ে রাখলেন না তার কথা।