কাগজ প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. অলীউল আলম। তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তাকে প্রেষণে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ দিনই নতুন চেয়ারম্যান যোগদান করেছেন বলে জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. অলীউল আলমকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
রাজশাহী শিক্ষা বোর্ড গণ সংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার জানান, সোমবার বিকেলেই চেয়ারম্যান পদে অধ্যাপক ড. মো. অলীউল আলম দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হুমায়ন কবীরসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
যোগদানের পর নতুন চেয়ারম্যান প্রফেসর অলিউল আলম কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বোর্ড চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ও দারিয়ে এক মিনিট নিরবতা পালন করে জাতির পিতা এবং ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ এ এইচ এম কামারুজ্জমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।