নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা।
উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ১৫৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোর আশপাশে নির্বাচনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরা হলেন, ১ নং ওয়ার্ডে রজব আলী, ২ নং ও য়ার্ডে মোঃ নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে মোঃ কামাল হোসেন, ৪ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু , ৫ নং ওয়ার্ডে মোঃ কামরুজ্জামান কামরু, ৬ নং ওয়ার্ডে মোঃ নুরুজ্জামান টুকু, ৭ নং ওয়ার্ডে মোঃ মতিউর রহমান মতি, ৮ নং ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নং ওয়ার্ডে রাসেল জামান, ১০ নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নং ওয়ার্ডে আবু বক্কর কিনু , ১২ নং ওয়ার্ডে শরিফুল বাবু, ১৩ নং ওয়ার্ডে মোঃ আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নং ওয়ার্ডে আব্দুল সোবহান লিটন, ১৬ নং ওয়ার্ডে বেল্লাল আহমেদ, ১৭ নং ওয়ার্ডে আলহাজ্ব শাহাদত আলী সাহু , ১৮ নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ডে তহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ডে মো: রবিউল ইসলাম, ২১ নং ওয়ার্ডে মো: নিজাম উল আযীম, ২২ নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার, ২৩ নং ওয়ার্ডে মাহতাব হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ডে আরমান আলী, ২৫ নং ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নং ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নং ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু , ২৯ নং ওয়ার্ডে জাহের হোসেন সুজা, ৩০ নং ওয়ার্ডে মো: আলাউদ্দিন।
সকাল ৮টার আগে অনেক ভোটার কেন্দ্রে এসেছে। ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটাররা ভোট দিতে শুরু করেছে। এই ভোট অনেকটাই উৎসবের মতোন।
৬০ বছরের ভোটার মুসলিমা বেগম বলেন, আগে কাগজে (ব্যালট পেপার) ভোট দিয়েছি। এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেব। শুনেছি ভোট দিতে তেমন সময় লাগে না। তাই সকালেই কেন্দ্রে চলে এসেছি। ভোট দিয়ে বাড়িতে গিয়ে দুপুরের রান্না করব।
সকাল ৮টা থেকে শুরু বিকাল ৪টা মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।