রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নে- পবিত্র ইদুল আযহা উপলক্ষে গরীব, দু:স্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় –
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯ টা হতে বিকেল ৫ টা বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়ন পরিষদ হতে – ভিজিএফ এর চাউল ঈদ উপহার ৪৫.০০০ মেট্রিক টন চাউল ৪’হাজার ৫’ শত জন পরিবারে ১০ কেজি করে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য নারী চেয়ারম্যান মোছাঃ ছনিয়া সবুর আকন্দ।
এসময় ইউনিয়ন পরিষদের সচিব, মোছাঃ কল্পনা খাতুনের সার্বিক দায়িত্বে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম (ট্যাগ অফিসার) তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুস ছালাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সেরাজুল ইসলাম, মোঃ বাবু, মোঃ মোতালেব প্রমানিক, মোঃ নূর ইসলাম, মোঃ হাবিব খান, সাইফুল ইসলাম, মোছাঃ মর্জিনা বেগম, মোছাঃ মমতাজ বেগম ও বিলকিছ বেগম।
রাজাপুর ইউপি চেয়ারম্যান ছনিয়া সবুর বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের গরীব ও অসহায় মানুষদের পাশে আছে আর আগামীতেও থাকবে।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিডি ও ভিজিএফ সহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।