মাদারীপুর জেলা প্রতিনিধিঃ শাকিল হোসেন মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মাঝকান্দি নিবাসী গৃহহীন মোঃ মিলন শেখ কে একটি ঘর নির্মাণ করে দেন,সেবামূলক সংগঠন (পাইকপাড়া যুব একতা পরিষদ)।
জানা যায়, মিলন শেখ নামে যুবকটি পরিবার নিয়ে জীর্ণশীর্ণ এক ঘরে অনেক কষ্টে বসবাস করত।বিষয়টি প্রতিবেশী একজনের নজরে এলে, তিনি সেবামূলক সংগঠন (পাইকপাড়া যুব একতা পরিষদ) এর সভাপতি মীর শাহীন সাহেব কে জানান।মীর শাহীন সাহেব তক্ষুনিক কমিটির সদস্যদের সাথে আলোচনা করে,গৃহহীন মিলন শেখ কে একটি ঘরে নির্মাণ করে দেওয়া উদ্যোগ নেন। পরিশেষে পাইকপাড়া যুব একতা পরিষদের সদস্যদের সৌজন্যে একটি ঘর উপহার পান গৃহহীন মোঃ মিলন শেখ।ঘর উপহার পেয়ে বেশ খুশি শেখের পরিবার,তারা পাইকপাড়া যুব একতা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকাবাসী সংগঠনটির অনেক প্রশংসা করেন।