ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার (১৯ জানুয়ারি) বুধবার হোসেনগাঁও ইউনিয়নের ভাতখুকিপুকুর গ্রামের গরিব অসহায় একটি পরিবারের মাঝে মানবতার সেবায় এই প্রচন্ড হাড় কাঁপানো শীর্তে কষ্ট পাওয়া ইসাহাক এর পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
জানা যায়, ইসাহাক হোসেনগাঁও ইউপি অন্তর্গত ভাতখুকি পুকুরে সরকারি অনুদান কৃত খাসজমিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসে। এই পরিবারটি সহায় সম্বলহীণ ভাবে বউ বাচ্চা নিয়ে কষ্টে অর্জিত দিন নির্বাহ করে আসছিল। এমন অবস্থায় বিশ্বস্ত সূত্রে ইউ এনও জানতে পেরে এই অসহায় পরিবারটির খোঁজ খবর নেন এবং তাকে ঘরে শেয়ার একটি চকি, তসক,বালিশ ও কম্বল দিয়ে তার মুখে হাসি ফুটিয়েছেন।
ইউ এনও”র প্রতিনিধি হিসেবে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তামিম এর মাধ্যমে ইউ এনওর উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুটবলার হরতাল, ভাতপুকুরের ইজরাদার দোলুয়ার, রামরায় পুকুরের কেয়ার টেকার সাদ্দাম এছাড়া স্থানীয়রা উপস্থিত ছিলেন।