লেমন সরকার, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দিনদুপুরে দুটি দোকানের তালা ভেঙে প্রায় ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে লেহেম্বা ইউনিয়নের গোগর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুদি দোকানদার নওশাদ ও মেসার্স নাফিসা ট্রেডার্স ও বীজ ভান্ডার মালিক আবু হানিফের দেয়া তথ্য মতে,আজ শুক্রবার জুম্মার দিন তারা নামাজ পড়তে যাওয়ার আগে দোকানের সাটারের তালা লাগিয়ে মসজিদে চলে যান। নামাজ শেষে দোকানে এসে তারা দোকানের তালা ভাঙা দেখতে পান। দু’ দোকানের ক্যাশবাক্সে রাখা প্রায় ৩ লাখ টাকাও চুরি হয়ে গেছে তারা দেখেন।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুরে নামাজের সময় দোকানের আশপাশে হেলমেট পরা চারজন ব্যক্তি ঘোরাঘুরি করছিল। নামাজের সময় দোকানের ভেতর থেকে সেই ব্যক্তিদেরকে টাকা নিয়ে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।