ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর বাসনাহার গুচ্ছগ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের(৮০)গোগর বাসনাহার বনপীর গৌরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)সভাপতি কুশমত আলী,প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম আলী প্রমুখ।
২৮শে ডিসেম্বর রোজ মঙ্গলবার রাতে বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিজ বাড়ীতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।২৯শে ডিসেম্বর রোজ বুধবার দুপুর ১২,৩০মি: প্রশাসন বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম এর রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন এবং দুপুর ২,০০টায় বনপীর গৌরস্থানে মরহুমের জানাযা সম্পন্ন করা হয়।