লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে ৩ ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।
জরিমানা করা ইটভাটা গুলো হলো উপজেলার ভাংবাড়ি মহেষপুর এলাকার মেসার্স আর এমএস ব্রিকস, একই এলাকার ফোরস্টার ও সন্ধ্যারই এলাকার জিএইচবি ব্রিকস।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান জানান, ইট প্রস্তুতকরণ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইনে এ ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।