মাসুদ রানা লেমন, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সভায় নির্বাচন পরিচালনা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী ১৪ জুন মঙ্গলবার রানীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন ) দ্বিবার্ষিক নির্বাচনের তফসিলের ঘোষণা করা হয়। এরই মধ্যে প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন ও জমা শেষ হয়েছে এবং সব প্রার্থী বৈধ হিসেবে গণ্য হন।
আজ বৃহস্পতিবার (৯ জুন) প্রার্থিতা প্রত্যাহারের দিনে আজ সভাপতি পদে রেজাউল করিম রাজা প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম নির্বাচিত হয়৷ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে রুহুল আমিন নির্বাচিত হন৷ সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির প্রার্থিতা প্রত্যাহার করায় সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হন৷ এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পেয়ার আলী প্রার্থিতা প্রত্যাহার করায় রফিকুল ইসলাম সুজন সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটি বিষয়টি জানিয়েছে।