ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা গাজীরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীকে বিভিন্ন অনিয়মের দায় বরখাস্ত করলেন অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহরিয়া আজম মুন্না, ম্যানেজিং কমিটির সদস্য আবেদুল হক, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, ম্যানেজিং কমিটির সদস্য দুলাল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মকবুল হোসেন, গাজীরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয় শিক্ষিকা গীতা রানী, গাজির হাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমত আলী, গাজিরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুকুল হোসেন, গাজীহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয় শিক্ষক মুকুল, আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবকগন।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শাহরিয়া আজম মুন্না বলেন, প্রধান শিক্ষক রমজান আলী গাজিরহাট মোজাহার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির ও অনিয়মের দায়ে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটি ও অভিভাবকগণের পরামর্শে রমজান আলীকে প্রধান শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং গাজিরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুকুলকে দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে রমজান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি ।
Leave a Reply