আগামী ১২নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত
আজ শনিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সম্মেলন কক্ষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ডা: অনিকা ফারিহা জামান অর্ণা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক অহসান হাবিব বাপ্পী, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি সহ পদপ্রত্যাশী নেতাকর্মী প্রমুখ।