স্পেশাল করেসপন্ডেন্টঃ
লক্ষ্মীপুরের রামগতিতে গণপরিবহন গুলোতে থামছেনা অতিরিক্ত ভাড়া আদায়। অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা। বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির ঘোষণার পর বস্তুত সড়কে সব গাড়িই যাত্রীদের কাছ থেকে বর্ধিত ভাড়া আদায় করছে।উপজেলার স্ট্যান্ড গুলো ঘুরে দেখা যায় স্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল বেশ, এরি সুবাদে সুযোগ নিচ্ছেন চালক এমনি দাবী করেন যাত্রীরা, এছাড়া ও খামখেয়ালি ভাবে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র দেখা যায় সর্বত্র।যাত্রীদের অভিযোগে ঈদ আসলে এই চিত্র বেশি দেখা মেলে এরা এক রকম চাঁদাবাজ।
বিষয়টি খবর পেয়ে উপজেলা প্রশাসন পক্ষ থেকে গতকাল শুক্রবার রামগতি টু সোনাপুর প্রধান সড়কে অভিযান পরিচালন করা হয় এতে সি এন জি, অটোরিক্সা সহ যাত্রীবাহী গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগে ৯ গাড়ি চালকে ১০হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
রামগতি উপজেলার পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ের তথ্য মতে আলেকজেন্ডার টু রামদয়াল ভাড়া২০টাকা, রামদয়াল টু হাজীগঞ্জ ব্রিজ ২৫টাকা,হাজীগঞ্জ থেকে আজাদনগর ৩০টাকা,আজাদনগর টু চেউয়াখালী ৪০টাকা,চেউয়াখালী টু নূর পাটওয়ারি ৫০ টাকা,পাটওয়ারী থেকে হানিফ রোড়৬০টাকা,হানিফ রোড় টু মান্নান নগর ৭০টাকা,মান্নান নগর টু সোনাপুর ৮০টাকা। যাহা নির্ধারিত করা হয়০৬ মে ২০২২তারিখ।