স্পেশাল করেসপন্ডেন্টঃ
সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলার বড়খেরী এবং চর আবদুল্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত(৬জুন) মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এ তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রামগতির উপজেলায় ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং ইউপি সদস্যরা প্রচার-প্রচারণা ব্যাস্ত সময় কাটাচ্ছেন, দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি, উঠান বৈঠক, পথসভা, গ্রামের বাজারগুলোতে মাইকিং সহ গনমিছিলে নির্বাচন কে আরো জমজমাট করে তুলেছেন।স্থানীয় সূত্রে জানাযায় নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ক্ষমতাশীল দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকে জয় যুক্ত করার লক্ষে সাধারণ জনগণ ব্যাপক সাড়া দিয়েছে।
নৌকা মার্কার নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ব্যাস্ত সময় কাটাচ্ছেন ৮নং বড়খেরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসান মাকসুদ মিজান। তাকে জয় যুক্ত করার লক্ষে রামগতি বাজারে নৌকা মার্কার সমর্থনে মিছিল শেষে পথ সভা করেন। পথসভা উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। পথসভায় গত উপনির্বাচনে হাসান মাকসুদ মিজান জয় যুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন তাই আপনারা এই নির্বাচনে তাকে আপনাদের পাশে থাকার আহবান করেন।
অন্যদিকে রামগতির ৫ নং চর আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মঞ্জুরকে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন।
গত (৬ জুন) নির্বাচন কমিশন থেকে এ তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী মাতৃজগতকে জানান নির্বাচনকে সুষ্ঠ করার লক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ । আমরা চেষ্টা করবো শান্তি ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।