মাহবুবুর রহমান জিসান স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর আজ সোমবার (১৪ নভেম্বর ২০২২) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ এর দিক-নির্দেশনায় এবং রামগতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধায়নে অত্র থানায় কর্মরত এএসআই (নিঃ) আবুল কাশেম, এএসআই (নিঃ) মোঃ সোহেল হোসেন সংঙ্গীয় ফোর্স্ সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর- ৩৩৪/২২ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ বশির (৩০) পিতা- মোঃ নিজাম উদ্দিন মাতা- আনকাজা বেগম সাং- চর হাসান হোসেন (পরান কারী গো বাড়ী) ০৯ নং ওয়াড, থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর এবং জিআর- ৯১/১৮ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সুজন, পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- খতিজা খাতুন, খাদিজা বেগম, সাং- চর সেকান্দর (নুরুজ্জামান খনকার বাড়ী) থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়