মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচন কে সামনে রেখে রায়গঞ্জ উপজেলার মানুষের দরজায় দরজায় ঘুড়ছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান একজন গুনী মানুষ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গোলাম হোসেন শোভন সরকার।
তিনি বলেন, আমি রায়গঞ্জ উপজেলায় মানুষের জন্য কাজ করছি দীর্ঘদিন ধরে আমার রাজনীতি জনগন কে নিয়ে। আমি মানুষের মুখের হাসি দেখতে ভালোবাসি।
সৎ ও যোগ্য নেতা নির্বাচনে ধার্মিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রকৃত ধার্মিক কখনও অন্যায় অপকর্মে লিপ্ত হতে পারে না, অন্যায় অপকর্মে সহযোগিতা করতে পারে না। ধার্মিক ও চরিত্রবান মানুষই দেশ ও জাতির সম্পদ। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের চর্চা করা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং লিডারশিপ ট্রেনিংগুলোতে যোগদানের মাধ্যমে আমরা নেতৃত্বের চর্চা করতে পারি। দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে চাইলে সঠিক নেতৃত্ব চর্চার বিকল্প নেই। সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব না থাকলে এবং এ রকম নেতা উঠে না এলে, সন্তান ও সম্পদ কোনোটিই রক্ষা করা যাবে না। সামাজিক নেতৃত্ব বিকাশের জন্য রাজনৈতিক সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সৎ ও যোগ্য লোকদের নেতা নির্বাচন করা উচিত। রায়গঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে রূপদান করতে চাই।