মোঃ আবু তাহের রাজশাহী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দ্রুত সুস্থ্যতা কামনায় রাজশাহী মহানগর ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১২ অক্টোবর) বাদ এশা নগরীর কাজিহাটা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে দোয়া মাহফিল, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও নগর ছাত্রলীগের পক্ষ থেকে কাজিহাটা হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক অনুদান তুলেদেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা: সিরাজুন মুবিন সবুজ।
দোয়া মাহফিল ও খাবার বিতরণীতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের অন্তর্গত বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সভাপতি এ.কে.এম সাফফাত হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক সুমন হোসেন, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রলীগের সভাপতি আহসানুল করিম হিমু, সাধারণ সম্পাদক সৈয়দ সাকলাইন ফাইয়াজ দীপ, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হাসান, সাধারন সম্পাদক সুকান্ত দাস, মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ শেখ, শাহমখদুম থানা ছাত্রলীগের সভাপতি আল ওয়াসিউল মামুন, সাধারন সম্পাদক গোলাম মাওলা সোহান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, নিউ-ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি তাহমিদ আহমেদ অনিক, সাধারণ সম্পাদক সাগীর আহমেদ সাইফ, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকাশ, শহীদ এ এইচ এম কামরুজ্জামান কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাজা, রাজশাহী পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি জিহান, সাধারন সম্পাদক রানা হোসেন, আইএইচটি ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন আকাশ, সাধারন সম্পাদক ওমর ফারুখসহ নগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা জাকারিয়া। দোয়া মাহফিলে মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।