বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু।
এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর এবং এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।