রায়গঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলার সঙ্গীত (একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) কর্তৃক আয়োজিত বাংলার সঙ্গীত ‘ষ্টার এওয়ার্ড-২০২২’ তারকাদের মিলনমেলা ও গুণীজন সংবর্ধণায় ‘সাংবাদিক ও সংগঠক’’ এর ষ্টার এওয়ার্ড পেলেন- রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রামের মৃত ইসহাক খানের কৃতি সন্তান- ইনডেস্ক নিউজ বিডি এর উপদেষ্টা মোঃ মাহবুবুল আলম খান (মুরাদ)। তার এই এওয়ার্ড অর্জণ করায় রায়গঞ্জবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। ২২ মার্চ ২০২২, মঙ্গলবার, সন্ধ্যা ০৬.৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় শিল্পকলার æচিত্রশালা” মিলনায়তন, সেগুন বাগিচা, ঢাকায় মোঃ ফরমান আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিনিয়র জেল সুপার এর সভাপতিত্বে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে লিপু খন্দকার পরিচালিত বাংলার সঙ্গীত (একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) কর্তৃক আয়োজিত বাংলার সঙ্গীত ‘ষ্টার এওয়ার্ড-২০২২’ তারকাদের মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত হয়।উক্ত মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী- ডাঃ মোঃ এনামুর রহমান, সংসদ সদস্য, ঢাকা-১৯, ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু, বি.এ, সংসদ সদস্য, ঢাকা-০৫, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু, চেয়ারম্যান, টেলিলিংক গ্রুপ, সম্পাদক ও প্রকাশক, দৈনিক গণকণ্ঠ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রমজান আলী, মেয়র মানিকগঞ্জ, জাকারিয়া চৌধুরী, চেয়ারম্যান, এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ এবং চেয়ারম্যান নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, ডন, খল নায়কসহ ব্যক্তিত্ব প্রমুখ। উক্ত মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে দীর্ঘতম তবলা ম্যারাথন পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী- ব্যারিষ্টার পন্ডিত সুদার্শন দাসকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। তারকাদের মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী- ডাঃ মোঃ এনামুর রহমান, সংসদ সদস্য ঢাকা-১৯, ইনডেস্ক নিউজ বিডি এর উপদেষ্টা- মোঃ মাহবুবুল আলম খান (মুরাদ)সহ বিভিন্ন গুনীজনদের এওয়ার্ড প্রদান করে সম্মাননা করেন। এওয়ার্ড প্রদান শেষে দেশের সুনাম ধন্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।