মোঃ ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে “রায়গঞ্জের লোকভাষা ও সংস্কৃতি ” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৫ ফেব্রয়ারি ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২ঃ০০ ঘটিকায় প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা আয়োজিত রায়গঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরুল হোসেন তালুকদার ইমন, চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদুল হক প্রতিষ্ঠাতা রায়গঞ্জ ব্লাড ডোনার সোসাইটি,উজ্জ্বল কুমার মাহাতো,সভাপতি প্রথম আলো বন্ধুসভা রায়গঞ্জ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জনাব মোঃ সাজেদুল আলম প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি।
ডঃ খ,ম,রেজাউল করিম রচিত ” রায়গঞ্জের লোকভাষা ও সংস্কৃতি ” বইটি রায়গঞ্জের ভাষা ও সংস্কৃতি বিষয়ে সকলকে অবহিত করবে বলে আলোচনায় বক্তাগণ অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে বইটি উপহার দেওয়া হয়।