রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম বাচ্চু ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব নিষ্কৃতি দাস মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ, লীনা হক লুৎফা সভাপতি রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ, মোঃ ফরিদুল ইসলাম প্রভাষক রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজে, ইয়াসমিন পারভীন যুগ্ম সম্পাদক মহিলা আওয়ামীলীগ রায়গঞ্জ, হালিমা খাতুন আহবায়ক আওয়ামী যুব মহিলালীগ রায়গঞ্জ সহ আরো অনেকে।
আলোচনা অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র্ালি উপজেলা চত্বর প্রদিক্ষণ করে এবং আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।