মোঃ ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের রায়গঞ্জে আল আরাফাহ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আল আরাফাহ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার ৪ঠা নভেম্বর ২০২২ ইং বিকেল ০৪.০০ ঘটিকায় রায়গঞ্জ এর ধানগড়ায় রায়গঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন মোস্তফা কমপ্লেক্সে আল আরাফাহ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা সরকার অধ্যক্ষ রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, প্রভাষক ডক্টর গোলাম মোস্তফা, প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম, প্রভাষক এম আবদুল্লাহ সরকার, এইচ এম মোনায়েম খান সাধরন সম্পাদক রায়গঞ্জ প্রেসক্লাব,সাংবাদিক আশরাফ আলী, সাংবাদিক শামীম আকতার সহ আরো অনেকে।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাঃ মোঃ আব্দুর রাজ্জাক।