মোঃ ফরিদুল ইসলাম ,রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি রায়গঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল ইমরান রহমান,উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম,বম্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিশকৃতী রানী,ইউপি সদস্য হালিমা খাতুন,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,ধানগড়া ইউনিয়ন পরিষদের যুব লীগের সভাপতি মনিরুজ্জামান।
কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন,সমাজ থেকে মাদক,জঙ্গিবাদসহ নানা ধরনের অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
তদন্ত ওসি ওয়াসিমুল বারীর সঞ্চালনায় সভায় রায়গঞ্জ থানার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।