মোঃ ফরিদুল ইসলাম রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২২ শুভ উদ্বোধন করা হয়।
“মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ মার্চ ২০২২ রবিবার সকাল দশ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রায়গঞ্জের আয়োজনে ও উপজেলা প্রসাশন রায়গঞ্জ এর সহযোগীতায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব ইমরুল হোসেন তালুকদার ইমন চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিষ্কৃতি দাস মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ, জনাব মমিনুল ইসলাম কৃষি সম্প্রসারন কর্মকর্তা রায়গঞ্জ, জনাব দেলোয়ার হোসেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা রায়গঞ্জ। আলোচনা অনুষ্ঠানে রায়গঞ্জের বিভিন্ন গ্রাম থেকে আসা পাঁচ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।